এক শিশু নিহত হয়েছে লোহাগাড়া সদরের দরবেশহাট ডিসি সড়কে সিএনজি আটো রিক্সার ধাক্কায় মো: সামির (৬) নামে ।
৭ মার্চ ( শনিবার) দুপুরে নাজিম মৌলভীর কোলনীর সামনে এ ঘটনা ঘটে।
নিহত সামির বাশঁখালী উপজেলার ছনুয়া এলাকার মহিউদ্দিনের পুত্র বলে জানা গেছে।
তারা ১ বছর ধরে লোহাগাড়া সদরের দরবেশহাট ডিসি সড়কের নাজিম মৌলভীর কলোনীর পিছনে বাসা ভাড়া করে থাকেন ।
স্থানীয় দোকানদার মো: তারেক সিটিজি টাইমসকে জানান, সামির রাস্তা পারাপারের সময় কলাউজান থেকে ছেড়ে আসা সিএনজিটি সামিরকে ধাক্কা দেয়।
স্থানীয়রা সামিরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড় থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বিষয়টি শুনেছেন বলে সিটিজি টাইমসকে নিশ্চিত করেছেন।
