ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে আরও ক্ষমতা দেয়া হয়েছে। এই ক্ষমতাবলে সংস্থাটি দেশের যেকোনো জায়গায় যেকোনো অভিযান চালাতে পারবে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশে এমন কথাই বলা হয়েছে।

গত মাসের শেষ দিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আইজিপির পূর্বানুমতিতে দেশের যেকোনো জায়গায় তিনটি শর্তসাপেক্ষে অভিযান চালাতে পারবে কাউন্টার টেররিজম ইউনিট। বিজ্ঞপ্তিতে বলা  হয়েছে, ঢাকা মহানগর এলাকার বাইরে জঙ্গি ও উগ্রপন্থীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও তল্লাশি অভিযান, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, জিম্মি উদ্ধারসহ বিশেষায়িত অভিযান ও আইনসংগত কাজ করতে পারবে সিটিটিসি।

ঢাকার বাইরে অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) বা মেট্রোপলিটনের কমিশনারকে অভিযানের বিষয়ে জানাতে হবে এবং অভিযান পরিচালনাসহ সিটিটিসি ইউনিটের অন্যান্য কাজের সময় দেশের প্রচলিত আইন ও বিধিগুলো অনুসরণ করতে হবে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গোপনীয়) ঢাকা মহানগরের বাইরে সিটিটিসির মোতায়েনের বিষয়টি সমন্বিত করবেন এবং তিনিই আইজিপিকে এসব বিষয়ে জানাবেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা মহানগর পুলিশের এই বিশেষ ইউনিটটি চালু হয়।  এই ইউনিট গঠনের  মূল উদ্দেশ্য হলো সাম্প্রতিক জঙ্গি তৎপরতা প্রতিরোধ ও দমন। গঠনের সময় ডিএমপির এই ইউনিটের সদস্য ছিল ৬১১ জন। শুরু থেকেই এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031