চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সিটি গভর্নেন্স প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে চট্টগ্রাম নগরীর বিমান বন্দর সড়কে চলমান ৩টি ব্রিজের নির্মাণ কাজ ৮ মে সোমবার সকালে সরেজমিনে পরিদর্শন করেন।
প্রায় ৯ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১৫নং খাল ব্রীজ, ৯নং গুপ্ত খাল ব্রিজ ও রুবি সিমেন্ট ফ্যাক্টরির পাশের ব্রিজ।
ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন করে মেয়র আ জ ম নাছির উদ্দীন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত করার নির্দেশনা দেন। তিনি বলেন, ব্রীজ নির্মাণের কারনে বিমান বন্দর সড়কে জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। তা থেকে পরিত্রানের জন্য নির্মাণ কাজ দ্রুত শেষ করতে হবে। মেয়র ব্রিজগুলোর নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারদের কাজের গুনগতমান অটুট রেখে দ্রুতগতিতে কাজ শেষ করার পরামর্শ দেন। এ সময় আওয়ামলীগ নেতা বেলাল আহমদ, রোটারিয়ান ইলিয়াছ, নিয়াজ মোর্শেদ এলিট সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
