আলোচনায় এসেছে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়টি । তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দেশে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে কি-না এ বিষয়ে তিনি বলেন, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করা হবে।
একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাংবাদিকদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এখনই কিছু ভাবছি না। আমরা সব ধরণের সতকর্তামূলক ব্যবস্থা গ্রহণ করব, তবে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না।
বাংলাদেশে করোনা আক্রান্ত তিন জনের কথা প্রকাশ করেছে আজ রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সারাবিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় অনেক দেশেই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
