এক স্ক্র্যাপ লোহা ব্যবসায়ী (৪৫) করোনা আক্রান্ত হয়েছেন সীতাকুণ্ডে ফৌজদারহাট এলাকায় । (১২ এপ্রিল রবিবার)রাত ১০টায় হাসপাতালে নমুনা পরীক্ষায় রিপোর্টে তার করোনা পজেটিভ আসে বলে খবর পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তি ফৌজদারহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও একজন স্ক্র্যাপ লোহা ব্যবসায়ী। এঘটনাটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি ।সূত্রে জানা যায়, চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট ৩নং ওয়ার্ডের বাসিন্দা চট্টগ্রাম নগরীর সাগরিকায় বসবাসরত স্ক্র্যাপ লোহার ব্যবসায়ীর পাশের বাড়ির এক নারী কিছুদিন আগে তার করোনাভাইরাসে আক্রান্ত হলে পুলিশ তার বাসাও লকডাউন করে দেন।পরে ব্যাবসায়ী অসুস্থ হয়ে পড়লে(১১ এপ্রিল শনিবার) তার স্ত্রীকে সাথে নিয়ে নিজ বাড়ি ফৌজদারহাট এলাকায় চলে আসেন বলে জানান স্থানীয় মেম্বার মোস্তাকিম আরজু। তিনি বলেন, সাগরিকায় লকডাউনে থাকা অবস্থায় তিনি সীতাকুণ্ড ফৌজদারহাট নিজ বাড়িতে চলে আসলে বাড়িতে ১ঘন্টা অবস্থান করার পর বাড়ির লোকজন তার অবস্থা খারাপ দেখে স্ত্রীসহ তাকে করোনা পরীক্ষার জন্য ফৌজদারহাস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডিতে) পাঠিয়ে দেন।
সেখানে ডাক্তাররা দুজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শেষে তার স্ত্রী করোনায় আক্রান্ত না হলেও স্বামী করোনায় আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়।এ দিন রাতে চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করলে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ ঘটনাস্থলে গিয়ে তার বাড়ি ও আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেন। এছাড়া তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
