ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ২২ বছর বয়সী বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে নচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে । তার নাম মাসুদ আলী। গুলিতে আহত হয়েছেন মাসুদের চাচাতো ভাই কালামসহ অন্তত তিনজন।
সোমবার দিবাগত রাত একটার দিকে ওহেদপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত মাসুদ আলী শিবগঞ্জ উপজেলার বিশরশিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। নিহতের চাচাতো ভাই কালামসহ গুলিতে আহত অন্যরা গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ওহেদপুর সীমান্ত এলাকার লোকজন জানান, গতকাল সন্ধ্যার পর কয়েকজন বাংলাদেশি গরু আনার জন্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চাঁন্দপুর এলাকায় যায়। রাতে পৌনে একটার দিকে গরু নিয়ে আসার সময় ভারতীয় সীমান্তের দেড় কিলোমিটার ভেতরে চাঁদনিচক বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের গতিরোধ করে। পরে পালিয়ে আসার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাসুদ মারা যায়। গুলিতে আহত হন আরও তিনজন।
স্থানীয়রা আরও জানান, গুলিতে নিহত মাসুদের লাশ বিএসএফের কাছেই আছে। আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে ওহেদপুর বিজিবি ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার জামাল উদ্দিন জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর তার জানা নেই। কেউ অভিযোগ করলে তা খুঁজে দেখা দেখা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সীমান্তে হত্যা শূন্যে নিয়ে আসতে গত ১৮ জানুয়ারি বিজিবির সঙ্গে বৈঠক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এতে ভারতীয় বাহিনী সীমান্তে বাংলাদেশিদের গুলি না করার বিষয়ে বিজিবির কাছে অঙ্গীকার করে। কিন্তু অঙ্গীকার করার কয়েকদিন পর গত ১০ ফেব্রুয়ারি কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারায় এক বাংলাদেশি। এরপর আবারও বাংলাদেশি হত্যার ঘটনা ঘটল।
