বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ গরু চোরাচালান রোধ করা গেলেই সীমান্ত হত্যা বন্ধের পাশাপাশি অন্যান্য অপরাধও প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন। তিনি বলেন, সীমান্ত হত্যার ৯৫ শতাংশই হয় গরু চোরাচালানের কারণে। গরুর সঙ্গে স্বর্ণ, মাদক ও অস্ত্র চোরাচালানের বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। আজ শুক্রবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আজিজ আহমেদ বলেন, গরু যেহেতু ভারত থেকে আসে, তাই এই চোরাচালান বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ভূমিকা মুখ্য। এই বিষয়টি বিবেচনায় নিয়ে বিএসএফের প্রধানকে সীমান্ত দিয়ে গরু চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, চলতি বছর বাংলাদেশের ২৬ জন নাগরিক সীমান্তে প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে ২২ জন বিএসএফের হাতে নিহত হয়েছেন। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর থেকে ০৫ অক্টোবর পর্যন্ত বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের নয়াদিলিল্লতে বিজিবি ও বিএসএফের সীমান্ত সম্মেলনে অংশগ্রহণ করে। সম্মেলন শেষে দেশে ফেরার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
