শিক্ষকদের এমপিওভুক্তি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে । ফের চালু হতে যাচ্ছে। রাখা হয়েছে বরাদ্দ। আজ ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি ক্ষমতাসীন সরকারের চলতি মেয়াদের প্রথম এবং দেশের ৪৮তম বাজেট।

বাজেট বক্তৃতায় জানানো হয়, নানাবিধ কারণে এমপিওভুক্তি কার্যক্রম বন্ধ ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এমপিওভুক্তি কর্যক্রমের জন্য অর্থের যোগান রাখা হয়েছে।

বাজেটে শিক্ষাখাতে মোট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে মোট বাজেটের ১৬ দশমিক ৭৫ শতাংশ। ৮৭ হাজার ৬২০ কোটি টাকা।

প্রাথমিক শিক্ষাখাতে বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে ২৪ হাজার ৪০ কোটি টাকা, যা গত বাজেটে ছিল ২০ হাজার ৫২১ কোটি টাকা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ২৯ হাজার ৬২৪ কোটি টাকা। গত বাজেটে ছিল ২৫ হাজার ৮৬৬ কোটি টাকা। কারিগরি ও মাদরাসা শিক্ষাখাতে বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে ৭ হাজার ৪৫৪ কোটি টাকা। ৫ হাজার ৭৫৮ কেটি টাকা ছিল গত বাজেটে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031