চট্টগ্রাম শিশু একাডেমিতে প্রাক-প্রাথমিক শ্রেণির দুস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ১৫ জানুয়ারি একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানার সভাপতিত্বে ও প্রশিক্ষক তানভীরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। প্রধান বক্তা ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অঞ্জনা ভট্টাচার্য ও সংবাদ সংস্থা এনএনবির প্রধান রনজিত কুমার শীল। শেষে দুস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি প্রফেসর রীতা দত্তসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি বলেন, শিক্ষা ও সংস্কৃতি একে অপরের পরিপূরক। শিক্ষার পাশাপাশি সঙ্গীত, চারুকলা, খেলাধুলা ও আনন্দ-বিনোদনসহ সবকিছু জীবনের সঙ্গে থাকতে হবে। ভেদাভেদ না রেখে প্রত্যেক শিশু যেন নিরাপত্তায় থাকে সে লক্ষ্যে অভিভাবকসহ সংশ্লিষ্ট প্রত্যেককে সতর্ক দৃষ্টিসহ তাদেরকে স্বাভাবিকভাবে বেড়ে উঠার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। শিশু শ্রম নিরসন, শিশু নির্যাতন বন্ধকরণ, বাল্যবিবাহ রোধ ও ন্যায্য মৌলিক অধিকার নিশ্চিতসহ শিশুদের বাসযোগ্য পৃথিবী গড়তে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রত্যেক শিশুকে আনন্দ-বিনোদনে উৎসাহিত করা গেলে তারা একদিন দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে। প্রেস বিজ্ঞপ্তি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031