কমপক্ষে ৭০ সেনা সদস্য নিহত হয়েছেন সেনা ঘাঁটিতে তালেবানের হামলায় কমপক্ষে আফগানিস্তানের । পরে সেনা অভিযানেই ওই হামলার ইতি ঘটেছে। তবে এ সময় উভয় পক্ষের মধ্যে লড়াই স্থায়ী হয় কয়েক ঘন্টা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলের বলখ প্রদেশে মাজার-ই শরীফে অবস্থিত সেনা সদর দপ্তর এলাকায় তালেবানরা ওই হামলা চালায়। সেনা মুখপাত্র বলেছেন, শুক্রবার ওই সেনা ঘাঁটিতে অবস্থিত মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিরা বের হলে তাদেরকে টার্গেট করে হামলা চালায় তালেবানরা। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবানরা। এতে তারা বলেছে, নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করতে তারা ব্যবহার করেছে আত্মঘাতী বোমারুদের। এ হামলায় কমপক্ষে ১০ তালেবান সদস্য নিহত হয়েছে। তাদের এক সদস্যকে আটক করা হয়েছে। সেনা মুখপাত্র বলেছেন, হামলাকারীরা সেনাবাহিনীর পোশাক পড়ে সামরিক চেকপয়েন্টগুলো দিয়ে ভিতরে প্রবেশ করে। যুক্তরাষ্ট্রের সেনা মুখপাত্র জন থমাস একে বড় রকমের হামলা বলে উল্লেখ করেছেন। তালেবানদের এ নৃশংস অভিযান শেষ করে দেয়ায় তিনি প্রশংসা করেছেন আফগানিস্তানের কমান্ডোদের। উল্লেখ্য, আফগান ন্যাশনাল আর্মির ২০৯তম কোরের প্রধান কার্যালয় হলো মাজার-ই শরীফে। তারা উত্তর আফগানিস্তানের বেশির ভাগ এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করেন। গত মাসে রাজধানী কাবুলে একটি সেনা হাসপাতালে বন্দুক, গ্রেনেড ও ছুরি নিয়ে হামলা চালায় সন্ত্রাসী একটি গ্রুপ। এতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। ধারণা করা হয় এ হামলা চালিয়েছে আইএস।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
