আওয়ামী লীগের ২০তম জাতীয় পরিষদের সম্মেলনে তারা ৩ জন প্রতিনিধি পাঠাবে তৃণমূল কংগ্রেসের ঘোষণার একদিনের মধ্যে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে সোনিয়া আমন্ত্রণের উত্তরে হাসিনাকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, তিনি নানা কারণে যেতে পারছেন না। তবে কংগ্রেস যে শীর্ষ কয়েকজন নেতাকে সেখানে পাঠাবে তাও তিনি জানিয়ে দিয়েছিলেন। গত রবিবার কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ যাবেন ঢাকায়। আর তার আরও দুই সঙ্গী হিসেবে যাবেন পশ্চিমবঙ্গের সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য্য এবং মালদহ থেকে নির্বাচিত সাংসদ বেনজির মৌসম নূর। প্রদীপ ভট্টাচার্য্য জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভাল। সেই ধারা বজায় রেখেই আমরা ঢাকায় যাচ্ছি। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে পাঠানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। গত শনিবার পার্থবাবু নিজেই জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দূত হিসেবে যাচ্ছি। তার বার্তাই পৌঁছে দেব সে দেশে। সদ্ভাব আর শান্তিপূর্ণ সহাবস্থানেই যে উন্নয়ন সম্ভব, সে কথাই ওপার বাংলায় বলে আসব। আওয়ামীলিগের নেতা-কর্মীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রামের কথাও জানাব। আওয়ামী লীগের সম্মেলনে প্রায় ৭০টি দেশের  বিভিন্ন দলকে আহ্বান জানানো হচ্ছে। ভারতে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস  ছাড়াও ভারতীয় জনতা পার্টি ও আরও কয়েকটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031