russia20160127074556-700x336

ঢাকা ৮ জুন: ৭৬৪ জনের মৃত্যু ব্রাজিলে চলতি বছরে সোয়াইন ফ্লু নামে পরিচিত এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

ব্রাজিলে ২০১৫ সালে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মাত্র ৩৬ জনের মৃত্যু হয়েছিল। অথচ চলতি বছরে শুধুমাত্র গেল সপ্তায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫ জন মারা যান। চলতি বছরে ব্রাজিলে শ্বাসতন্ত্রের গুরুতর সংক্রমণের শিকার ৩,৯৭৮ জন রোগীর নাম নিবন্ধন করা হয়েছে। গেল বছর এই সংখ্যা ছিল মাত্র ১৪১।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল সপ্তাহে শ্বাসতন্ত্রের সংক্রমণের শিকার ৪৬০ জনের নাম নিবন্ধন করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়া রোধে সরকার টিকাদান কর্মসূচি চালু করেছে। ৫ কোটি মানুষকে এই টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধদের ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি।

উল্লেখ্য, জ্বর, নাক দিয়ে সর্দি ঝরা, গলা ব্যথা ও কাশির সঙ্গে শ্বাসকষ্ট সোয়াইন ফ্লুর অন্যতম উপসর্গ।

 

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031