বাংলাদেশ নিদাহাস ট্রফির ম্যাচে আজ ভারতের দেয়া ১৭৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল। দলীয় ১২ রানে ওয়াশিংটন সুন্দরের বলে স্ট্যাম্পিং হয়েছেন লিটন দাস। সাত বল খেলে সাত রান করেছেন তিনি। এরপর দলীয় ৩৫ রানে ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড হয়েছেন সৌম্য সরকার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে ভারত। ভারতীয় ওপেনার রোহিত শর্মা আজ ৬১ বল খেলে ৮৯ রান করেন। এই ইনিংস খেলার পথে তিনি পাঁচটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান। টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মার এটি ১৩তম হাফ সেঞ্চুরি।
এছাড়া সুরেশ রায়না ৩০ বল খেলে করেন ৪৭ রান। ২৭ বল খেলে ৩৫ রান করেন শিখর ধাওয়ান। দুই বল খেলে দুই রান করে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ২টি উইকেট নেন।
