‘স্বতন্ত্র প্রার্থী ‘ এটিএম পেয়ারুল ইসলাম অানুষ্টানিকভাবে অাজ থেকে প্রচার প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন জোটগত প্রার্থীর কারণে ‘ নৌকা’ প্রতীক হতে বঞ্চিত হওয়া অা’লীগের পরিক্ষিত নেতা। অাপেল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ে যাওয়া প্রার্থী পেয়ারুল মাইজভান্ডার দরবার শরীফে জেয়ারতের মধ্য দিয়ে দুপুরে গণসংযোগে বের হন। এ সময় সাধারণ ভোটাররা তাকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় তিনি সংবাদ মাধ্যমকে বলেন’ ফটিকছড়ির মানুষ বর্তমান সাংসদকে অার চায় না। ফটিকছড়িবাসীর প্রাণের দাবী রক্ষা করতে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছি। ফটিকছড়ি অা’লীগকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যাওয়া সংগঠনকে বাঁচাতে প্রার্থী হয়েছি। ‘

ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর অাদর্শের রাজনীতি করা সাবেক এ ছাত্রনেতা বলেন’ কেন্দ্রে ভুল তথ্য পাওওয়াতে জনসম্পৃক্তহীন এক প্রার্থীর কাছে নৌকা চলে গেছে। ইনশঅাল্লাহ অাগামী ৩০ ডিসেম্বর অামার বিজয়ের মাধ্যমে নৌকার অাসল মাঝি কে ছিলেন তা জানান দেবেন ফটিকছড়ির অাপামর জনতা ‘

উল্লেখ্য, ফটিকছড়ি সংসদীয় অাসন হতে মহাজোটের প্রার্থী বর্তমান সাংসদ, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর পূনরায় নৌকা প্রতীকে নির্বাচন করছেন। ফটিকছড়ি উপজেলা অা’লীগ ও তার অঙ্গসংগঠন নজিবুল বশরের সাথে না থাকলেও জেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক এম.তৌহিদুল অালম বাবু ও অা’লীগ নেতা এইচ এম অাবু তৈয়বের নেতৃত্বে অাওয়ামী পরিবারের নামে উপজেলা অা’লীগের একটি অংশ তার সাথে রয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031