বাংলাদেশে আটকাপড়া ৯৩ মিয়ানমার নাগরিককে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে অভিবাসন কেন্দ্র (ইমিগ্রেশন) জেটি দিয়ে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
কেন্দ্র সূত্র জানায়, বিভিন্ন সময়ে সীমান্ত বানিজ্যের আওতায় তিনদিনের বর্ডার পাস নিয়ে মিয়ানমার থেকে টেকনাফ বন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আসে। সে দেশের মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তিনটি সীমান্ত ছাউনিতে স্বশস্ত্র হামলায় অস্ত্র-গুলি লুটের পর টেকনাফ-মিয়ানমার যাত্রী পারাপার হঠাৎ বন্ধ করে দেন মিয়ানমার কর্তৃপক্ষ। এ কারণে মিয়ানমারের প্রায় তিন শতাধিক নাগরিক আটকা পড়েছিল। এর মধ্যে সোমবার সকাল ১০ টার দিকে মিয়ানমারের ৯৩ নাগরিক দুইটি ট্রলারে করে রওনা করেন। এর আগে বিভিন্ন সময়ে আটকাপড়া দুই শতাধিক মিয়ানমার নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এর আগে রবিবার দুইটি ট্রলারে করে ৮১ মিয়ানমার নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হলে সন্ধা হয়ে যাওয়ায় নাফনদী থেকে টেকনাফে ফেরত আসেন।
