সরকারের বিভিন্ন রকম প্রকল্প বর্তমানে বাস্তবায়নের কারণে চলতি বছরেই চট্টগ্রাম শহরের চেহারা আমূল বদলে যাবে। অচিরেই স্বপ্নের চট্টগ্রাম নগরী দৃশ্যমান হবে। উন্নয়নের কাজ চলমান থাকায় নগরবাসীকে সাময়িক সমস্যায় পড়তে হলেও অচিরেই নগরবাসী দৃষ্টিনন্দন ও দৃশ্যমান নগরীর সুফল ভোগ করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গতকাল শনিবার সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দৃষ্টি’র তারুণ্যের আড্ডায় মেয়র এ মন্তব্য করেন। আড্ডায় তিনি নিজের শৈশব-কৈশোর- রাজনৈতিক জীবন ও বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন, জানান চট্টগ্রাম ঘিরে নিজের স্বপ্নের কথা, মুখোমুখি হন চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের তারুণ্যের, যেখানে উঠে আসে চট্টগ্রামের বিভিন্ন সমস্যা, সম্ভাবনার কথাও। দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাবের শাহ ও সাংগঠনিক সম্পাদক কাজী আরফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে মেয়র বলেন, সময়ের ব্যবধানে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার আমূল পরিবর্তন ঘটেছে। প্রান্তিক পর্যায়ে প্রায় ৯ লক্ষ ডাস্টবিন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য অতিরিক্ত ১৮৭১ জন সেবক নিয়োগ দেয়া হয়েছে। তবে পরিচ্ছন্ন শহরের দায়িত্ব শুধুমাত্র সিটি কর্পোরেশনের নয়, সমাজের সকলের। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিপূর্ণভাবে গ্রীণ সিটি, ক্লিন সিটি বাস্তবায়নে বদ্ধপরিকার।
সাম্প্রতিক সময়ে সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত বইমেলার সাফল্যের কথা তুলে ধরে মেয়র বলেন, পাঠক, প্রকাশক, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক- সর্বোপরি সকল স্তরের সংস্কৃতিপ্রেমী মানসিকতার সম্মিলনে এবারের বইমেলা কল্পনাতীত সফলতার মুখ দেখেছে। তবে এবারের সীমাবদ্ধতাগুলো কাজে লাগিয়ে আগামী বছর আরো বর্ধিত কলেবরে এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আমান বাজার মহিলা কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান ইতি’র মহিলা ও শিক্ষার্থীদের আসা যাওয়া করতে ভোগান্তি থেকে পরিত্রাণের ব্যবস্থা নিবেন কি-না এমন প্রশ্নের উত্তরে মেয়র বলেন, এই রকম একটা উদ্যোগ সাবেক মেয়র প্রয়াত মহিউদ্দিন চৌধুরী নিয়েছিলেন। কিন্তু নানা সমস্যার জন্য তা বেশীদিন বাস্তবায়ন করা যায়নি। তারপরও এ ব্যাপারে গণপরিবহণ সংশ্লিষ্টদের সাথে কথা বলে বিশেষ করে স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের যাতায়াতের সময়ে গণপরিবহনে সংরক্ষিত আসন বৃদ্ধির ব্যবস্থা করব। তবে ভবিষ্যতে মহিলাদের জন্য একটি সমন্বিত গণপরিবহন ব্যবস্থা প্রচলনে দ্রুত ব্যবস্থা নেয়ারও প্রতিশ্রুতি দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ফাহিম’র ষোলশহর রেল স্টেশনে দীর্ঘদিনের অব্যবস্থাপনার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহত ও নিহত হওয়ার ঘটনা মেয়রের নজরে আনলে, জবাবে মেয়র বলেন, শীঘ্রই এ ব্যাপারে রেলের ডিজিএমের সাথে কথা বলে এই অ-ব্যবস্থাপনার ব্যাপারে উদ্যোগ নিব।
সীমা চক্রবর্তী নামে এক স্কুল শিক্ষার্থী প্রশ্ন করেন, শিশুদের হাতে বইয়ের বদলে ভিক্ষার থালা এখনো দেখা যায়। এটা বন্ধে কোন পদক্ষেপ আছে কিনা। জবাবে মেয়র বলেন, আমাদের সবাইকে আরো সচেতন হবে। অভিভাবকরা আরো সচেতন হলে এই শিক্ষার বদলে ভিক্ষার থালা দেওয়ার প্রবণতা হ্রাস পাবে। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করে দিয়েছেন। বিনামুল্য বই বিতরণ করছেন। সরকার সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন প্রজন্মকে শিক্ষিত করতে। সিটি কর্পোরেশনও সরকারের পাশাপাশি শিক্ষার উপর জোর দিচ্ছে। আড্ডায় মেয়র চট্টগ্রামের সকল সেবামূলক প্রতিষ্ঠানের কাজের সমন্বয়ের মাধ্যমে নগরীর মাস্টারপ্ল্যান বাস্তবায়নের কথা বলেন।
ক্রীড়া সংগঠক থেকে রাজনীতিবিদ হয়ে উঠার প্রসঙ্গে তিনি বলেন, আমি বিভিন্ন ক্ষেত্রে নিজের মেধার সব্বোর্চ প্রয়োগ পছন্দ করি। ছাত্রজীবন থেকে একইসাথে চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি সিজেকেএস, বিসিবিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমি মনে করি, দৃঢ়তা, সক্ষমতা ও নির্দিষ্ট লক্ষ্য থাকলে যে কেউ বিভিন্ন ক্ষেত্রে তার মেধার স্বাক্ষর রাখতে পারবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক ওমর কায়সার, আহমেদ ইকবাল হায়দার, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, শিক্ষা বোর্ড কর্মকর্তা সুমন বড়ুয়া, কবি জিন্নাহ চৌধুরী, সংগঠক সাইফুল আলম খান, ওয়াহিদুল আলম শিমুল, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, সিনিয়র সহ-সভাপতি সাইফ চৌধুরী, বনকুসুম বড়ুয়া প্রমুখ। আবৃত্তি করেন ও সঙ্গীত পরিবেশন করেন, মিলি চৌধুরী শ্রুতি, সৌমিক বড়ুয়া, তমা দেবী, কাজী তাওকীর জাহিন ও প্রিয়া দাশ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031