স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জঙ্গি তৎপরতায় জড়িতদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, ‘নইলে পরিণতি কি হবে সেটা উপরওয়ালাই ভালো জানেন।’
জঙ্গি তৎপরতায় জড়িত দুই জনের আত্মসমর্পণ উপলক্ষে বগুড়ায় আয়োজিত সুধী সমাবেশ এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। ২২ বছর বয়সী আব্দুল হাকিম ও ১৭ বছর বয়সী মাহমুদুল হাসান বিজয় এই অনুষ্ঠানে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন। ভুল স্বীকার করে স্বাভাবিক জীবনে ফেরায় তারা প্রত্যেকে পাঁচ লাখ টাকা করে পেয়েছেন।
মন্ত্রী বলেন, ‘দেশে একটি হত্যাকা- চান না প্রধানমন্ত্রী। সে জন্যই তিনি জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তাদেরকে পুনর্বাসনের জন্য আর্থিক পুরস্কারও ঘোষণা করেছেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা।
দেশে সাম্প্রতিক জঙ্গি তৎপরতা শুরুর পর জঙ্গিবিরোধী সামাজিক সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে ব্যাপক প্রচার চলছে। পাশাপাশি চলছে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। গত ২৬ জুলাই মিরপুরের কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত হয়েছেন সন্দেহভাজন নয় জঙ্গি। ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়া আস্তানায় অভিযানে নিহত হয়েছেন সাম্প্রতিক জঙ্গি তৎপরতার নাটের গুরু হিসেবে চিহ্নিত তামিম চৌধুরী। গত ২ সেপ্টেম্বর মিরপুরের রূপনগরে নিহত হন গুলশানের আর্টিজান হামলায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষক হিসেবে চিহ্নিত জাহিদুল ইসলাম। এ ছাড়াও নানা সময় দেশের বিভিন্ন এলাকায় পুলিশের গুলিতে মারা গেছেন একাধিক সন্দেহভাজন জঙ্গি।
জঙ্গি নির্মুলে এই অভিযানের মুখে গত গত ১১ আগস্ট যশোরে আত্মসমর্পণ করেন নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য সাদ্দাম ইয়াসির সজল, রায়হান আহমেদ এবং মেদেহী হাসান পলাশ।
প্রায় দুই মাসের মাথায় একই জেলায় সোমবার আত্মসমর্পণ করেন হিযবুত তাহরীরের তিন সদস্য তানজিব ওরফে আশরাফুল, তার ভাই তানজীর আহমেদ এবং বোন মাসুমা আক্তার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে নিজেদের ভুল বুঝতে পেরে অনেকেই আত্মসমর্পণ করতে শুরু করেছে, সামনে আরও করবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে একটি বিশেষ মহল জঙ্গিবাদে মদদ দিচ্ছে। জঙ্গিরা আইশৃঙ্খলা বাহিনীর ওপরেও হামলা করেছে, তাদেরকে হত্যা করেছে। তাই বলে আমাদের পুলিশ বাহিনী ভয়ে পিছু হটেনি।’
বিশেষ অতিথির বক্তব্যে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। কোরানের অপব্যাখ্যায় জঙ্গিরা দেশের ভেতরে মানুষ হত্যা করছে। কিন্তু ইসলাম কখনো মানুষ হত্যাকে সমর্থন করে না। জঙ্গিদের ভালোবাসা দিয়ে আমরা তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031