চট্টগ্রাম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি আমাদের দেশে কোন আইএস নেই এবং স্বাধীনতা বিরোধীতাকারিই ভিন্নরূপে এ নাম ব্যবহার করেছে বলে দাবি করেছেন ।তিনি বলেছেন, স্বাধীনতার সময় এ দেশে একটি বিরোধীকারি চক্র গুপ্ত হত্যা, ধর্ষণ লুন্ঠন চালিয়েছে। পাঁচাত্তরের পর একই চক্রটি হাতের রগ, পায়ের রগ কেটে আত্মপ্রকাশ করে। তার দেখা গেলে ৬৩ জেলায় এক সাথে বোমা মারলো, বিচারককে হত্যা করল। তারপর জেএমবি, হুজি অনেক নাম ধারণ করে এরা নানাভাবে আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, এরা সবাই এক। এখন নানাভাবে তারাই নিজকে আইএস দাবি করতে শুরু করেছে।

শুক্রবার বেলা ১১ টায় কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।এ সময় মন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। এই আহবানে ইতিমধ্যে সারাদেশের মানুষ কাজ করছে। মুসলিমের কাপালে কালিমা লেপনকারি এ জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে কাজ করতে হবে। সারাদেশে জঙ্গি প্রতিরোধ কমিটি, মানববন্ধন ও সমাবেশ হচ্ছে। এসব থেকে এদেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা পাওয়া যায়।দেশের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ্য করে মন্ত্রী বলেন, ইতিমধ্যে জঙ্গিবাদের কারণে যাদের ধরা হয়েছে তারা সকলেই এদেশের নাগরিক। বাইর থেকে কেউ আসেনি। যদিও ভিন্ন সময় বিদেশীরা এদেশে আইএস আছে বলে দাবি করে আসছে। কিন্তু তার কোন প্রমাণ নেই।জঙ্গিবাদ বেহেস্ত নেই বরং জান্নামানে যাওয়ার পথ এবং তাদের কোন রাষ্ট্র বা সীমনা নেই উল্লেখ্য করে মন্ত্রী বলেন, আমরা প্রতিক্ষাবদ্ধ, আমাদের দেশে কোন জঙ্গিবাদের আস্তানা করতে দেব না। বিচ্ছিন্নবাদিদের এক ইঞ্চি জমিও ব্যবহার করতে দেব না।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আবদুর রহমান বদি, হাজি ইলিয়াছ বক্তব্য রাখেন। এতে বিজিবির মহাপরিচালক, আইন প্রয়োগকারি সংস্থা ও সরকারি শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পাসপোর্ট কার্যালয় উদ্বোধন শেষে মন্ত্রী বান্দরবানের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেছেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031