তুরস্কের ইজমিরে অবস্থান করছেন তুরস্কে  অনুষ্ঠেয় এশিয়ান পার্লামেন্টারি এসেম্বলিতে(এপিএ) বাংলাদেশ জাতীয় সংসদের ৪ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। এসেম্বলির প্রথম এক্সিকিউটিভ কাউন্সিল এবং সোশ্যাল এন্ড কালচারাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ ডেলিগেশনের প্রধান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সাথে তুরস্কের এপিএ ডেলিগেশন প্রধান আসুমান এরদোগান এর একটি পার্শ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ ডেলিগেশনের অন্য এক সদস্য সংসদ সদস্য জিল্লুল হাকিম, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকি উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় পক্ষ হতেই বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সংসদীয় প্রতিনিধি বিনিময়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দুই বন্ধু রাষ্ট্রের মধ্যকার চলমান ব্যবসা-বনিজ্য, শিক্ষা ও প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়।

ডেপুটি স্পিকার বলেন,তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্মের প্রতি গভীর অনুরাগ, উদার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি,দৃঢ় এবং দুরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব, কর্মঠ যুবসমাজ এবং মেধাবী জনশক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মিল রয়েছে। এছাড়াও দু’ দেশের মধ্যে অর্থনৈতিক অংশিদারিত্ব আরও বৃদ্ধি করা যেতে পারে। এসময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে বলেও তুরস্কের ডেলিগেশন প্রধানকে অবহিত করেন। বাংলাদেশে এখন বৈদেশিক বিনিয়োগের জন্য অনুকুল পরিবেশ বিরাজমান উল্লেখ করে তুরস্ককে বাংলাদেশে আইসিটি এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার অহ্বান জানান। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় এর সর্বোত্তম সহযোগিতা এবং বিশেষ অবদানের জন্য বাংলাদেশ এখন আইসিটিতে ব্যপক উন্নয়ন ঘটিয়েছে মর্মে বৈঠকে জানান ডেপুটি স্পিকার।

নির্যাতিত মুসলিম রোহিঙ্গাদের আশ্রয় এবং সেবাদানের জন্য তুরস্কের জনগণের পক্ষ হতে বাংলাদেশের সুহৃদ সরকার ও জনগণকে ধন্যবাদ ও প্রশংসা জানান তুরস্কের ডেলিগেশন প্রধান আসুমান এরদোগান । তিনি বলেন, বাংলাদেশ এবং তুরস্ক অসহায় মানুষদের আশ্রয় দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বাংলাদেশের প্রতি তুরস্ক সরকারের নৈতিক এবং বস্তুনিষ্ঠ সমর্থনের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান ডেপুটি স্পিকার। দু’দেশে  মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা-বানিজ্যের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় দেশের এপিএ ডেলিগেশন প্রধানগণ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031