দাতব্য চিকিৎসালয় কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপির উদ্যোগে তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে মিয়া বাড়ি। ১২-১৩ মার্চ দুই দিনব্যাপি এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে। বাংলাদেশের বিশিষ্ট নিউরো সার্জন প্রফেসর ডা: দীন মোহাম্মদ ও প্রফেসর ডা: বদরুল আলমসহ দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম এ মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করবে। এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার গণ যৌথভাবে এক্যাম্পেইনে চিকিৎসাসেবা প্রদান করবেন। রংপুর বিভাগের দরিদ্র্য অসহায় জনসাধারণকে উক্ত স্বাস্থ্য ক্যম্পেইনে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
