ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একটি রকেট সাউথ এশিয়া স্যাটেলাইট নিয়ে কক্ষপথের উদ্দেশ্যে রওনা হয়েছে। শুক্রবার বিকালে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রকেটটির সফল উৎক্ষেপণ হয়। এ উপলক্ষে পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশের সরকার প্রধান সন্ধ্যায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। শুরুতে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত এই স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নেওয়ার পর ২০১৪ সালের সার্ক সম্মেলনে দক্ষিণ এশিয়ার সব দেশকে এ উপগ্রহের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। পাকিস্তান ছাড়া সার্কের সব দেশই তাতে সাড়া দেয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
