ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করছে । শুক্রবার বেলা পৌনে ১২টা থেকে সড়ক অবরোধ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পরে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সচেতন হিন্দু শিক্ষার্থীবৃন্দ’, ‘সাধারণ হিন্দু শিক্ষার্থীবৃন্দ’, ‘সনাতন বিদ্যার্থী সংসদ’, ‘রমনা কালি মন্দির ও আনন্দমীয় আশ্রম পরিচালনা পরিষদ’সহ বেশ কয়েকটি সংগঠন। শাহবাগ মোড় অবরোধের আগে প্রতিবাদকারীরা সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করে। এরপর তারা সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে আসে। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি দাবি তুলে স্লোগান দিচ্ছে। এর মধ্যে সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠনসহ ছয় দফা দাবি দিয়েছে তারা। প্রতিবাদকারীরা নাসিরনগরে হামলার ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রি ছায়েদুল হকের কুশপুত্তলিকা পোড়ায়। মন্ত্রির পদত্যাগ দাবি করে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। একই সঙ্গে গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ জানাচ্ছে বিক্ষোভকারীরা। বর্তমানে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
