চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলমকে আটকের প্রতিবাদে হাটহাজারী বাসস্ট্যান্ড মোড়ে ব্যারিকেড দেয় তার অনুসারীরা আ.লীগ নেতাকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধস্থানীয় এক যুবলীগ নেতাকে গুলি করে আহত করার ঘটনায়। রবিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দিকে সড়কে বাস রেখে ব্যারিকেড দিলে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
আ.লীগ নেতাকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধহাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, পরিবহন মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলমকে আটকের প্রতিবাদে সকালে সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ করে তার অনুসারীরা। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, শনিবার রাত ১২টার দিকে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে জয়নাল নামে এক যুবলীগ নেতাকে গুলি করে আহত করে। জয়নাল আনোয়ারা উপজেলা থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য মো. আলমগীরের ছোট ভাই। এ ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মঞ্জুরুল আলমকে আটক করে থানায় নিয়ে যায়।
