সড়ক দুর্ঘটনায় এক গৃহবধু নিহত হয়েছেন যশোরে । নিহত গৃহবধু টপি খাতুন (৩০) জেলার কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী। স্বজনরা জানায়, শনিবার বিকালে সোহরাব হোসেন তার স্ত্রী টপি খাতুন ও সন্তানকে নিয়ে মণিরামপুরের ডহরসিঙ্গা গ্রাম থেকে ভাড়াই চালিত মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। পথে পিয়ারাতলা নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় টপি মারা যান। হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ কনেস্টবল রুহুল আমিন জানান, শনিবার বিকালে যশোর-রাজগঞ্জ সড়কের পিয়ারাতলা নামকস্থানে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যান গৃহবধু টপি খাতুন তার সন্তান ও স্বামী সোহরাব হোসেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা সন্ধ্যায় টপি খাতুনকে মৃত ঘোষণা করেন। সোহরাব ও তার শিশু সন্তানের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
