জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের ইকোপার্ক এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তফা জামাল (২৭) নামে। মাইক্রোবাসটি গাছের সাথে ধাক্কা লাগলে চালকসহ নয়জন পুলিশ সদস্যও এ ঘটনায় আহত হন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন সিটিজিনিউজকে জানান, সিতাকু-ের শিব মন্দিরে দায়িত্ব পালন শেষে জেলা গোয়েন্দা পুলিশের নয় সদস্য একটি মাইক্রোবাসে করে ফিরে যাচ্ছিলেন।
শিব মন্দিরে দায়িত্বরত অবস্থায় থাকা জসিম উদ্দিন বলেন, পথে চন্দ্রানাথ পাহাড়ের খাড়া রাস্তা দিয়ে নামার সময় মাইক্রোবাসটি ইকোপার্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালকসহ নয়জন পুলিশ সদস্যও আহত হন।
পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক পুলিশ কনস্টেবল মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
