বড় কমলদহ ভাঙ্গারপোল এলাকায় বাস ও সেইফলাইনের (লেগুনা) সংঘর্ষে ৪৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ জন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ।
শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বিবি মরিয়ম (৪০), তার মেয়ে মাছুমা আক্তার (১২) ও ছকিনা বেগমের (৪৫) নাম জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার এসআই শাফায়েত উল্লাহ বলেন, চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে ওভারটেকিং করতে গিয়ে হানিফ পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি সেইফ লাইনকে ধাক্কা দেয়। এতে প্রায় ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্ব্যস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে চমেকে নিয়ে আসা হলে এদের মধ্যে একজনের মৃত্যু হয়। বাকীরা হাসপাতালে চিকিৎসাধীন।
