রোববার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুর দুইটার দিকে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আহত হন তিনি।
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে সিএনজির ধাক্কায় আহত সাইদুর রহমান (৪০) মারা গেছেন।
নিহত সাইদুরের ভাই আবদুস সালাম জানান, তারা মিরপুর পীরের বাগ এলাকায় বসবাস করেন। সাইদুর একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
ঢামেক হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানিয়েছেন, নিহত ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে।
