সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার বাথলী এলাকায় । বুধবার মৃতদেহবাহী এক অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে চালকসহ দুজন মারা যান। এ ঘটনায় শিশুসহ অঅহত হয়েছেন অন্তত ৬ জন। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, সকাল ১০ টার দিকে মহাসড়কের বাথলী এলাকায় ফরিদপুরগামী মৃতদেহবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ওই অ্যাম্বুলেন্সের চালক নিহত হন। চালকের নাম পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থান সেলিনা নামের এক যাত্রী মারা যান।
