এক বাংলাদেশি নিহত হয়েছেন বাহরাইনের রাজধানী মানামায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় । আহত হয়েছেন আরো এক বাংলাদিশি।
শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি অসমর্থিত সূত্র জানায়, নিহত ব্যক্তি কুমিল্লা মুরাদনগরের এবং আহত ব্যক্তি ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলায়।
আহত ব্যক্তি সালমানিয়া হসপিটালে চিকিৎসাধীন এবং নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।
উপস্থিত প্রবাসীরা জানায়, দুই প্রবাসী শ্রমিক অন্যান্য শ্রমিকদের সাথে কাজে যাওয়ার সময় মানামা পুলিশ স্টেশনের কাছে ট্রাফিক সিগন্যাল পারাপারের সময় একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অপর একজন আহত হন।
