দ্রুতগামী কার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় ।

বুধবার রাত সোয়া ১০টায় উপজেলার ভাটিয়ারী বানু বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ বার আউলিয়া থানার অফিসার ইনচার্জ ছালেহ আহমদ পাঠান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মো. রাকিব (২৫), নয়ন (২৮) ও জাবেদ (৩০)। তারা ৩ জনই উপজেলার বাংলাবাজার ফকিরহাট এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়।

স্থানীয় সুত্রে জানা গেছে, ৩ জন মোটরসাইকেল চালিয়ে সীতাকুণ্ডের দিকে যাওয়ার সময় বানুবাজার এলাকায় পৌঁছুলে পিছন থেকে দ্রুতগামী কার্ভাডভ্যান মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031