বিমানের ফিরতি হজ ফ্লাইট আজ থেকে শুরু হচ্ছে । বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বিমানটি বাংলাদেশে এসে পৌছানোর কথা সন্ধ্যা সোয়া ৬টার সময়। ফিরতি হজ ফ্লাইট চলবে ৫ই অক্টোবর পর্যন্ত।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ বলেন, ‘সবকিছু ঠিক থাকলে বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় হাজিদের দেশের মাটিতে স্বাগত জানাতে পারব। প্রথম ফ্লাইটের হাজিদের বরণ করতে বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।’
২৪শে জুলাই থেকে ২৮শে আগস্ট পর্যন্ত মোট ১৮৭টি হজ ফ্লাইট পরিচালনা করেছে বাংলাদেশ বিমান। এ ছাড়া চট্টগ্রাম থেকে ১৫টি ফ্লাইট এবং সিলেট থেকে চারটি হজ ফ্লাইট পরিচালনা করে বিমান। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ৫০০ জনের হজ পালন করতে সৌদি আরবে যাওয়ার কথা ছিল। কিন্তু ৩৯৭ জন যাত্রী ভিসা, টিকেট ও অন্যান্য সমস্যার কারণে যেতে পারেননি। বাংলাদেশ বিমানের ১৬৯টি ফ্লাইটে ৬৪ হাজার ৮৭৩ জন হাজি ফিরবেন দেশে। বাকিরা ফিরবেন সাউদিয়া এয়ারে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031