পুলিশ জানিয়েছে নগরীর বন্দর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই যুবক হতাহত হয়েছে ।
নিহত যুবকের নান মোহাম্মদ জনি (৩০) ও আহত যুবকের নাম মোহাম্মদ সেলিম (২৫) ।
শুক্রবার রাত ১১টার দিকে বন্দর থানাধীন ছনখোলা ক্রসিং এলাকায় এ সড়কদুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে নগরীর বন্দর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই যুবক গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।নিহত জনি পরিবারের সদস্যদের নিয়ে বায়েজিদ থানার রৌফাবাদের সমাজসেবা সড়ক এলাকায় থাকতেন। তার বাবার নাম আসাদুজ্জামান। তবে জনি কি করতেন-সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহিরুল ইসলাম সিটিজিনিউজকে বলেন, ‘কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত দুই যুবক জনি ও সেলিমকে হসপাতালে আনা হলে জনিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সেলিম চিকিৎসাধীন আছেন।
