শিশুটির মা ও দাদির বিরুদ্ধে পাঁচ দিন বয়সের কন্যা শিশুর জন্ম দিয়ে পাঁচ দিন পর হত্যা করার অভিযোগ উঠেছে ফরিদপুরের নগরকান্দায় । আর শিশুকে হত্যার অপরাধে মা হামিদা এবং দাদি ফরিদা বেগমকে আটক করেছে পুলিশ।
নগরকান্দা থানার এসআই মাহামুদুল হাসান জানান, উপজেলার কাইচাইল ইউনিয়নের জাকির মোল্যার স্ত্রী হামিদা বেগম গত মঙ্গলবার কন্যা শিশুটির জন্ম দেয়। সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দিলে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
এদিকে নবজাতক হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মা এবং দাদিকে আটক করে পুলিশ। স্থানীয়দের ধারণা, পরপর দুটি কন্যা শিশু জন্ম দেয়ায় শাশুড়ি এবং মা দুজনে মিলে নীরব হত্যকাণ্ড চালিয়েছে।
এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
