বাড্ডায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতা দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন রাজধানীর। তার নাম ফরহাদ আলী (৫০)। তিনি উত্তর বাড্ডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর অজ্ঞাত এক যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঢাকাটাইমসকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তা জানান, বেলা ২টা ১০ মিনিটে তাকে গুলি করা হয়। পরে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ এখনও হাসপাতালেই রয়েছে।
রাজনৈতিক ও স্থানীয় কোনো বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
