ব্রেক্সিট পরিকল্পনা থেকে ফিরে আসার দাবিতে লন্ডনে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ সময় ইউরোপীয় ইউনিয়নের প্রতীকী রং নীল ও হলুদ প্রাধান্য পায় র্যালিতে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, প্রধানমন্ত্রী তেরেসা মে ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনকে বের করে আনার জন্য লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ সক্রিয় করবেন এ মাসের শেষের দিকে। তিনি এ অনুচ্ছেদ সক্রিয় করলে ব্রেক্সিট সম্পন্ন করতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতার জন্য সময় পাবেন দু’বছর। তাই অনুচ্ছেদ সক্রিয় করার আগে এর বিরোধিতা করে, এ পরিকল্পনা থেকে সরে আসার দাবিতে শনিবার ওই বিক্ষোভ হয়। প্রথমে স্থানীয় সময় সকাল ১১টায় পার্ক লেন থেকে ওই বিক্ষোভ র্যালি হওয়ার কথা ছিল। কিন্তু তা এক ঘন্টারও বেশি সময় বিলম্বিত হয়। এতে এতো বেশি মানুষ যোগ দেবে এ রকম ধারণা ছিল না পুলিশের। তাই র্যালি কিছুটা বিলম্বিত করা হয়। এতে যোগদানকারীরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পতাকা হাতে নিয়ে পিকাডেলি, পল মল ও হোয়াইট হল প্রদক্ষিণ করে। এরপর তারা গিয়ে মিলিত হয় পার্লামেন্ট স্কয়ারে। এখানে ওয়েস্টমিনস্টারে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ র্যালিতে যোগ দেন বৃটেনে বসবাসকারী ইউরোপীয় ইউনিয়নের অনেক নাগরিক। এর নাম দেয়া হয় ‘দ্য ৩ মিলিয়ন’। এতে যোগ দেয় বিপুল সংখ্যক বৃটিশ নাগরিক ও তাদের পরিবার। র্যালিতে ছিল উৎসবের আমেজ।
