বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী তিতাস গ্যাস কোম্পানির সহযোগিতায় কালিয়াকৈর উপজেলার সফিপুর ও আন্ধারমানিক এলাকার গ্রাহকরা তাদের বাড়ির গ্যাস সংযোগের রাইজার, পাইপ ও চুলা খুলে নেয়। এবার গাজীপুরে তিতাসের সহযোগিতায় স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল প্রায় এক হাজার গ্রাহক।
এ সময় তিতাস গ্যাস চন্দ্রা জোনের ম্যানেজার সুরুজ আলম উপস্থিত ছিলেন।
গত কয়েক বছরে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার বাড়ি ঘরের মালিকরা তিতাসের এক শ্রেণির লোকজনের যোগসাজসে এসব অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ করেন।
তিতাস কর্তৃপক্ষ গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় মাইকিং করে বলেছে যে, যেসব বাড়ির মালিক অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন। তারা স্বেচ্ছায় সংযোগ বিচ্ছিন্ন না করলে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদ- দেওয়া হবে।
