সোমবার সন্ধ্যায় জামাত-উদ-দাওয়ার শীর্ষ নেতা এবং মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’ হাফিজ সাঈদকে গৃহবন্দি করেছে পাকিস্তান। ২৬/১১ এর মুম্বই হামলার অন্যতম এই হোতাকে বহুদিন ধরেই নিজেদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে ভারত।
আন্তর্জাতিক মহলের হুমকি উপেক্ষা করে পাক অধিকৃত কাশ্মীরে প্রকাশ্যে মিছিলও করতে দেখা গিয়েছিল হাফিজ সাঈদ। এ ছাড়া তার একজন মুখপাত্র দাবি করেন, সাঈদকে গ্রেফতারের জন্য পাকিস্তান সরকারকে চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র।
সম্প্রতি ভারতের সার্জিকাল স্ট্রাইকের পাল্টা হামলার চালানোর হুমকিও দিয়েছিলেন হাফিজ সাঈদ। পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরে একটি জনসভায় সাঈদ মন্তব্য করেছিলেন, ‘মোদী যা করার করেছেন। এবার কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করার পালা মুজাহিদিনদের।’
সূত্র: বিবিসি, আল জাজিরা
