গুগল এবং লিভাইস নতুন প্রযুক্তির স্মার্ট জ্যাকেট বাজারে নিয়ে এসেছে। এই জ্যাকেট পরে থাকা অবস্থায় কেউ যদি নিজের মোবাইল ফোনটি কোথাও ফেলে আসেন, সঙ্গে সঙ্গে সতর্ক করে দেবে এই জ্যাকেট। অর্থাৎ, ফোন এবং জ্যাকেটের দূরত্ব খুব বেশি হয়ে গেলেই মোবাইলের কথা মনে করিয়ে দেবে এই জ্যাকেট।
অ্যানড্রয়েড পুলিশ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, লিভাইস কমিউটার এক্স জ্যাকওয়ার্ড স্মার্ট জ্যাকেট দুভাবে কাজ করে। কেউ যদি জ্যাকেটটি ভুল করে কোথাও ফেলে আসেন, সঙ্গে সঙ্গে মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। আবার কেউ যদি মোবাইল কোথাও ফেলে আসেন, তাহলে জ্যাকেটে আলো জ্বলবে এবং ভাইব্রেশন হবে।
এ ছাড়াও জ্যাকেটে একটি ‘ফাইন্ড মাই ফোন’ ফিচার থাকছে। এই ফিচার ব্যবহার করার জন্য অবশ্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এছাড়াও গান বা মিউজিক প্লে, ইনকামিং কল বা টেক্সট মেসেজের নোটিফিকেশনের মতো বৈশিষ্ট্য থাকছে।
স্বভাবতই এমন স্মার্ট জ্যাকেটের দামও যথেষ্ট চড়া। এটি কিনতে হাজার পঞ্চাশেক টাকা খরচ করতে হবে।
