ঢাকা : পুলিশের বরাত দিয়ে সোমবার পাকিস্তানের দৈনিক ‘ডনের’ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।পাকিস্তানের কোয়েটা শহরে একটি বেসামরিক হাসপাতালে বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছে।এতে বলা হয়েছে, বিস্ফোরণে ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে হাসপাতালটি ঘিরে রেখেছে পুলিশ।বেলুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হারিফাল জানান, সোমবার সকালে কোয়েটাতেই অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি। ওই ঘটনার খবর পেয়ে আইনজীবী ও সাংবাদিকরা হাসপাতালে যাওয়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটে।ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অ্যাডভোকেট বিলাল আনোয়াল কাসিকে হত্যার খবর শুনে তার ৫০ জনেরও বেশি শুভাকাঙ্খী হাসপাতালের জরুরি বিভাগে যান। বিস্ফোরণে সময় তারা অ্যাডভোকেট বিলাল আনোয়ারের মরদেহের পাশেই ছিলেন।বেলুচিস্তানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জহুর আহমেদ আফ্রিদি জানান, হতাহতদের বেশিরভাগই আইনজীবী। আহতদের মধ্যে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বাজ মোহাম্মদ কাকরও রয়েছেন।বেলুচিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী সরফরাজ বুগতি ডননিউজকে বলেন, আত্মঘাতী এক বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।তবে এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
