india_116046

ঢাকা ১১ জুন : ২০১৩ সালে ভারতে উত্তরপ্রদেশ রাজ্যের মুজফফরনগরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে ৩০ জনের মতো নিহত হয়েছিল। অথচ সেখানেই এখন মহামিলনের জয়গান। হিন্দু ও মুসলমান এখানে একযোগে রমজান পালন করছেন। তিন বছর আগে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল দেখে কে বলবে!

কলকাতার গণমাধ্যমের খবর, মুজফফরনগরে প্রায় শ’ খানেক হিন্দু হাজার খানেক মুসসলমান ধর্মাবলম্বীর সঙ্গে রোজা রাখছেন। এমন ঘটনা সচরাচর দেখা যায় না। ঘটনাটি ঘটেছে মুজফফরনগরের এক জেলে।  কিন্তু কেন? কয়েদিদের বক্তব্য, এটা পুরোদস্তুর ব্যক্তিগত সিদ্ধান্ত। হিন্দু-মুসলমানের এ হেন ঐক্য দেখে জেলের সুপারভাইজার বলছেন, তাঁর কেরিয়ারে তিনি এই দৃশ্য দেখেননি।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930