দুই মার্কিন ফার্স্ট লেডি মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রচারণায় প্রথমবারের মতো একই মঞ্চে আবির্ভূত হলেন । তাদের একজন বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং অন্যজন সাবেক ফার্স্ট লেডি ও এই নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। নর্থ ক্যারোলাইনার ওই নির্বাচনী র্যালিতে হিলারিকে ভোট দেয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন মিশেল। বিশেষ করে ভোট দেয়ার জন্য এগিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নারীদের প্রতি।
বলেছেন, হিলারির মতো এত বেশি যোগ্য প্রার্থী এর আগে মার্কিন ইতিহাসে আসেনি। তাছাড়া হিলারির সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের কথাও ফলাও করে বলেছেন মার্কিন ফার্স্ট লেডি। হিলারিও প্রশংসায় ভাসিয়েছেন মিশেলকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও বৃটিশ অনলাইন ইন্ডিপেন্ডেন্ট।
খবরে বলা হয়, নর্থ ক্যারোলাইনার নির্বাচনী প্রচারণায় মিশেলের আগমনের খবর চাউর ছিল আগে থেকেই। এর আগেও বেশ কয়েকটি স্থানেই হিলারির পক্ষে প্রচারণা চালিয়েছেন মিশেল। তবে একই মঞ্চে দুজনের একসঙ্গে ওঠা হয়নি অন্য কোনো প্রচারণায়। ফলে নর্থ ক্যারোলাইনার এই প্রচারণা নিয়ে সবারই আগ্রহের মাত্রা ছিল বেশি। মঞ্চে উঠে হিলারিই প্রথমে প্রশংসা করেন মিশেল ওবামার।
বিশেষ করে বিশ্বব্যাপী নারী ও মেয়েদের অধিকারের পক্ষে যেভাবে মিশেল কথা বলেছেন, তার জন্য ধন্যবাদ জানান তাকে। তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের সঙ্গে এ সময় তুলনায় করতেও ভুল করেননি তিনি।
হিলারি বলেন, এই কথাগুলো বলতে চাইনি। কিন্তু নিশ্চিতভাবেই নারী ও মেয়েদের জন্য সম্মান ও মর্যাদার বিষয়টিও এখন নির্বাচনের একটি বিষয়। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ফার্স্ট লেডিকে যিনি এই মৌলিক মূল্যবোধকে শক্তভাবে সমর্থন করেছেন।ট্রাম্পের ভিডিও টেপ ফাঁস হওয়ার পর এর আগেও মিশেল ওবামা তার কঠোর সমালোচনা করেছিলেন। নর্থ ক্যারোলাইনাতেও তিনি ছেড়ে কথা বলেননি ট্রাম্পকে। ট্রাম্পের নাম উল্লেখ না করেই তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, তারা তাদের মেয়েদের সামনে কোন নেতৃত্বের প্রতিনিধিত্ব করতে চান।
মিশেল বলেন, আমরা এমন একজন প্রেসিডেন্টকে চাই যিনি তার কাজটি গুরুত্ব দিয়ে করবেন এবং ওই কাজ ভালোভাবে করার জন্য তার উপযুক্ত মেজাজ ও পরিপক্কতা রয়েছে। আমরা এমন একজন চাই যিনি দায়িত্ব পালনে অটল থাকবেন। যার প্রতি আমরা পারমাণবিক অস্ত্র প্রসঙ্গেও আস্থা রাখতে পারব। আমি আপনাদের সামনে মিথ্যা বলব না। আমি সর্বান্তকরণে মনে করি, হিলারি ক্লিনটনই সেই প্রেসিডেন্ট হবেন। শুধু তাই নয়, হিলারিকে মার্কিন ইতিহাসে প্রেসিডেন্ট পদে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবেও বর্ণনা করেন মিশেল।
২০০৮ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে স্বামী বারাক ওবামার দলীয় প্রতিদ্বন্দ্বী ছিলেন হিলারি। ওই সময় হিলারির কিছু সমালোচনাও করেছিলেন মিশেল। তবে ওইসব তিক্ততাকে অনেক দূরে সরিয়ে দিয়েছেন মিশেল ও হিলারি। মঞ্চে তারা দুজন দুজনকে আলিঙ্গন করেছেন হাস্যোজ্জ্বল মুখে। পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও কথা বলেন তারা।
মিশেল বলেন, অনেকেই ভাবেন আমরা বন্ধু কি না। হ্যাঁ, সে আমার বন্ধু। তারা (হিলারি ও বিল ক্লিনটন) আমার স্বামীর প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দিন থেকেই আমাদের সমর্থন জানিয়ে আসছে।হিলারিকেও তাই নিজের বন্ধু হিসেবেই স্বীকৃতি দেন মিশেল। দুজনের কথাবার্তার এক পর্যায়ে হিলারি মিশেলকে প্রতিশ্রুতি দেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে হোয়াইট হাউজে মিশেলের গড়ে তোলা সবজির বাগানের দেখভাল করবেন।
