সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন অসুস্থ হয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ । রোববার দুপুরে তিনি অসুস্থতা অনুভব করলে সিএমএইচে ভর্তি করা হয়। জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, এরশাদের শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়া এবং ঠান্ডাজনিত কারণে তিনি দুর্বল হয়ে পড়েন। তাকে রক্ত দেয়া হয়েছে।
এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এটা নিয়মিত চেক-আপের অংশ। রুহুল আমিন হাওলাদার বলেন, তার কিছুটা বিশ্রামের প্রয়োজন ছিল। আশা করছি আগামীকাল অথবা পড়শু তিনি বাসায় ফিরবেন।
