বাস খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন ঝিনাইদহ সদর উপজেলায়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের আঠারো মাইল চাকুমারা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সকালে চুয়াডাঙ্গা থেকে একটি বাস ঝিনাইদহে আসছিল। পথে আঠারো মাইল চাকুমারা সেতু এলাকায় পৌঁছালে বাসটি খাদে নেমে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
