১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি বাংলাদেশ অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে। রোববার দুপুরে ফেনীর মুখ্য বিচারিক হাকিম (চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট) মো. মশিউর রহমান খাঁনের আদালতে তিনি মামলাটি দায়ের করেন। বিকেলে আদালত তার শুনানিতে মামলাটি গ্রহণ করে ফেনী মডেল থানার ওসিকে তদন্ত করে ২ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদনে দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় ইকবাল সোবহান চৌধুরীর পাশাপাশি পত্রিকাটির প্রতিবেদক মামুনুর রশিদ ও অজ্ঞাত তিনজনকে আসামী করা হয়েছে। মামলার এজহারের বরাত দিয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী আনেয়ারুল করিম ফারুক জানান, নিজাম উদ্দিন হাজারী একজন এমপি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাদীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁর সুনাম ক্ষুন্ন ও জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য দৈনিক বাংলাদেশ অবজারভার পত্রিকায় একটি সংবাদ ছাপানো হয়। গত ২৩ জানুয়ারি ‘মাদকস¤্রাাটদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর আদেশের অপেক্ষায় পুলিশ’ শিরোনামে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় ওই খবর ছাপানো হয়। ওই সংবাদে বলা হয় আওয়ামী লীগ দলীয় এমপি কক্সবাজারের আবদুর রহমান বদি, নারায়ণগঞ্জের শামীম ওসমান, ফেনীর নিজাম উদ্দিন হাজারী, রাজশাহীর এনামুল হক দেশে ড্রাগ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। এমনকি ফেনীতে সরকারদলীয় এমপি জেলা ও বর্ডার এলাকার মাদক ব্যবসার একচ্ছত্র নিয়ন্ত্রণের জন্য নিজ দলীয় নেতা ও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামকে হত্যা করেছেন। এই সংবাদ প্রকাশ হওয়ার মধ্য দিয়ে বাদীর ১০ কোটি টাকার মানহানি ও ক্ষতি সাধন করেছেন। বাদী তাঁর বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ যথাযথ আদেশ প্রার্থনা করেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031