যাত্রীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত যানজটে ভোগান্তি পড়েছেন । আজ শুক্রবার মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়। এসময় সড়কের দুই পাশেই সারি বেধে গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রমজানের প্রথম দিনেই এমন যানজটে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ফেনী ছেড়ে আসা স্টার লাইন গাড়ির যাত্রী আরাফাতুল মামুর বলেন, কয়েকদিন ধরেই এই মহাসড়কে যানজট লেগেই আছে। যানজট অপসারণে সংশ্লিষ্ট মহলকে উদ্যোগী হতে হবে।
এদিকে বেশ কয়েকদিন ধরেই এই মহাসড়কে যানজট লেগে রয়েছে। শুরুতে ফেনী ফতেহপুরের রেলক্রসিংয়ে জট ছিলো। পরে রেলক্রসিংয়ের ওপর ওভারব্রিজের একপাশ খুলে দিয়ে তা নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু পরবর্তীতে দাউদকান্দির মেঘনা ব্রিজে জটের সৃষ্টি হয়। এসব বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, গাড়ির চাপ বেশি থাকায় কিছুদিন ধরেই মহাসড়কে যানজট অব্যাহত আছে। গজারিয়া অংশের ১৩ কিলোমিটার সড়কে যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।
