গড়ে ১৪ জন মা দেশে প্রতিদিন প্রসবজনিত কারণে অনাকাক্সিক্ষত মৃত্যুবরণ করছেন। এখনো শতকরা ৪২ শতাংশ প্রসব দক্ষ এবং অবশিষ্ট প্রসব বাড়িতে অশিক্ষিতদের হাতে হচ্ছে। প্রতিবছরে ৩০ থেকে ৩২ লাখ প্রসব হয় বাংলাদেশে। এর মধ্যে দেড় থেকে ২ লাখ সরকারি হাসপাতালে প্রসব হয়।  বাড়িতে হয় ২১ লাখ প্রসব। বাকি প্রসব হয় বেসরকারি প্রতিষ্ঠানে। ১১ থেকে ১২ শতাংশ হয় সিজারিয়ানের মাধ্যমে।  শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পবিরবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এই তথ্য জানিয়েছেন। এ বছর নিরাপদ মাতৃত্ব দিবসকে সামনে রেখে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যাটারনাল হেলথ কর্মসূচির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ‘নিরাপদ প্রসব চাই স্বাস্থ্যকেন্দ্রে চল চাই’ এই স্লোগানকে ধারণ করে ২৮শে মে দেশে ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ পালন করা হবে। এসময়ে আরো উপস্থিত ছিলেন লাইন ডাইরেক্টর, ম্যাটারনাল, নিওনেটাল, চাইল্ড অ্যান্ড এডোলোসেন্ট হেলথ(এমএনসিএন্ডএএইচ) ডা. মো. জাহাঙ্গীর আলম সরকার, প্রোগ্রাম ম্যানেজার এমএইচ ডা. পবিত্র কুমার শিকদার প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031