বেসরকারি বিশ্ববিদ্যালয় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার সদরের সিমাই বাহুলি রাস্তার মাথা এলাকায়।
শনিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- উর্মির রহমান (২০), মো. রনি (২০), নাহিদ (২০)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রঞ্জিত ঘোষ জানান, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় তিন জনকে চমেকে ভর্তি করানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
