bonofol_117830

চট্টগ্রাম : ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামের পটিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন এবং উৎপাদিত বেকারি পণ্যে ক্ষতিকর অ্যামোনিয়া মেশানোর দায়ে বনফুল এন্ড কোম্পানী লিমিটেডকে । শুক্রবার দুপুরে র‌্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৭ এর নির্বাহী ম্যজিস্ট্রেট সারওয়ার আলম।
র‌্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা মো. আমের জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন,পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এ জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম  জানান, অভিযানে বনফুলের তৈরি বিস্কুট ও বেকারি পণ্যে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। শুধু তাই নয়, বনফুলের এ কারখানা থেকে ৮৩ বস্তা অ্যামোনিয়াও জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ২৫ কেজি অ্যামোনিয়া রয়েছে। সেগুলো ধ্বংস করা হবে।

তিনি জানান, বনফুলের কারখানায় অত্যন্ত নোংরা পরিবেশে নিম্নমানের ডালডা দিয়ে লাচ্ছা সেমাই তৈরি হচ্ছে। পোড়া তেলে ডালডা মিশিয়ে একই তেলে বারবার লাচ্ছা সেমাই ভাজা হচ্ছিল।

খাদ্যপণ্যে মানবস্বাস্থ্যের জন্যে ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহার এবং নোংরা পরিবেশে ডালডা দিয়ে পোড়া তেলে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে বনফুলকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031