মবাংলা একাডেমি হামারি করোনাভাইরাসের কারণে ঝুলে যাওয়া অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা করেছে । আগামী ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হবে। তবে মেলা কতদিন পর্যন্ত চলবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার বিকালে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী সাংবাদিকদের জানিয়েছেন এই তথ্য।

বাংলা একাডেমি মহাপরিচালক বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব।’

কত দিন চলবে এবারের মেলা, এমন প্রশ্নের জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘এখনো ঠিক হয়নি। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা। এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব।’

প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে বলেও জানান হাবীবুল্লাহ সিরাজী।

প্রসঙ্গত, রেওয়াজ অনুযায়ী ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরু হলেও এবার করোনাভাইরাসের কারণে তা ঝুলে যায়। এবারের বইমেলা বাতিল হতে পারে এমন গুঞ্জনের মধ্যেই তারিখ ঘোষণা করল বাংলা একাডেমি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031