বিদেশে বসে দেশে চাঁদাবাজি চালানোর অভিযোগে গ্রেপ্তার শিবির ক্যাডার সাজ্জাদ আলীর অন্যতম সহযোগী সরওয়ার প্রকাশ বাবলাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদবলেন, পুলিশ সাতদিনের রিমান্ডে চেয়েছিল। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, শনিবার তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সরোয়ারকে আটক করে। পরে চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশ সরোয়ারের পরিচয় নিশ্চিত করে রোববার তাকে চট্টগ্রামে নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, প্রায় তিন বছর কাতারে পালিয়ে ছিলেন সরোয়ার। সেখানে মারামারির এক ঘটনায় পুলিশ তাকে আটক করে এক মাসের সাজা দেয়। সাজা শেষে সরোয়ারকে তারা দেশে পাঠিয়ে দিলে ঢাকা বিমানবন্দরে পুলিশ তাকে আটক করে।
সন্ত্রাসী সরওয়ার প্রকাশ বাবলার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে।
